Subscribe

header ads

লগ্নভ্রষ্ট সময় ও শাস্ত্র - অপাংশু দেবনাথ

কোনো অসুখ আর কারও কাছে দৃশ্যত নয় এবেলা।
ডাক্তার ফিরিয়ে দিয়েছেন সকল প্রেসক্রিপশান ও
যাবতীয় এ রিপোর্ট।

রোগ নির্ধারক কোনো অসুখ পড়েনি ধরা চিকিৎসা শাস্ত্রে অথবা মরমি কোনো নয়নে।

চোখ থেকে চোখে আলো নেমে যায় দূরে, আরও দূরে
যেখানে কোনো শাস্ত্রজ্ঞ নেই লগ্নভ্রষ্ট সময়ের
কোনো থেরাপি নেই, কারণ
 ভালোবাসা ছাড়া জেনো, মানুষ কঙাল বড়ো ।

এই কাঙালপণাই ঋদ্ধ করেছে হৃদয়।

সমস্ত অসুখ হাওয়ায় উপুড় করেই দিতে পারে মানুষ,
ব্যথার কারণ যদি নির্ধারণ করা যেতো কোনো শাস্ত্রে।
কবি অপাংশু দেবনাথ

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ