Subscribe

header ads

তিনজন - জেরী চন্দ

লিখেছেন জেরী চন্দ

আমরা তিনজন সেই কবে থেকে দিব্যি আছি
আমাদের মধ্যে নেই কোনো অস্থিরতা
নেই কোনো কাটাতার

মাইলের পর মাইল দূরত্ব ঘনিয়ে আসে
অথচ দেখো আমাদের কারো পায়ে'ই
এতটুকু কাঁদা নেই

চলে যায় সবকটি ছুটির দিন
কুয়াশায় অস্পষ্ট হয় সন্ধ্যা

থেকে যায় সহস্র কথার অনুরণন
দেড়'শো মানুষের আসা যাওয়া

থাকার ভান করে শুধু থেকে যাই
আমরা!

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ