প্রশ্নের বদল পাল্টা প্রশ্ন
উত্তর দিতে নয় রাজি,
টেবিল ভাঙে চপেটাঘাতে
খ্যাক শিয়ালের গলাবাজি।
সঞ্চালকের সার্কাসেতে
গণদেবতার মতিভ্রম,
চোরের মায়ের গলা বড়
মাথা খেয়েছে লাজ শরম।।
যাহা সত্য তাহাই মিথ্যা
ডিজিটালের এই যুগে,
মিছা কথার দালাল যত
গন নাচায় হুজুগে।
কার কপালে জুটলোনা ভাত
মুখ্য নয়যে সেই খবর,
মোটা টাকার ধান্দা তলে
আসল কথা দেয় কবর।।
0 মন্তব্যসমূহ