Subscribe

header ads

হোমো - সৈকত সরকার


 ভালোবাসা, অবর্ণনীয় এ অনুভূতি
 যদি আমি খুঁজেনি আমার মতোই কারোর মাঝে,
 আমার সমস্ত দুঃখ সমস্ত বোবাযন্ত্রনা
 যদি ভাগ করি তার সাথে,
 যদি সুখি হই-

 তোমার কেনো শ্বাস রোধ হয়,
 মন্তব্য করো বাজে?
 কেনো ফোটাও গে ছক্কা লেসবিয়ানের খৈ?
 আমি আমার মতোই কারোর সাথে
 যদি সুখি হই!

 তোমার সমাজে আমি নিতান্তই অর্থহীন,
 কেউ বলে -
"হিজড়ামো সেরে যাবে, বেদম কেলিয়ে দিন।
 সালারা সমাজের জঞ্জাল!!,,
 আজ সকালেও পেয়েছি একটি খবর
"প্রেমিকের হাতে প্রেমিকা হত !"
 কিন্তু তাতে কি আসে যায়
 তোমরাতো " নরমাল (?) "

 জানি
 তারপরও খিল্লি-খিস্তিতে বলবে-- "তোদের ও হয়? "
 সার্টিফিকেট সম্বল মূর্খ
 ভালোবাসা শুধু যৌনতা নয়।


(আমি সমকামী নই তবে সমকামী দের প্রতি বিকৃত মানসিকতার তীব্র বিরোধিতা করি,হোমোসেক্সুয়াল কোনো অপরাধ বা কোনো নিন্দনীয় বিষয় নয়, বাকী সাধারণ সম্পর্ক গুলির মতোই একটি, নিজের মতো সঙ্গি পছন্দ করার অধিকার সবার আছে। - লেখক )

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ