Subscribe

header ads

পঙ্খিরাজ ঘোড়া - অভিজিৎ

লিখেছেন  অভিজিৎ

আমি জনতার মাঝে দাঁড়িয়ে নই
আমি মহারাজের ঠিক পেছনে আছি
মহারাজের কথায় যখন জনতা হাসে
আমি তখন হাসিনা
কেউ কেউ ভাবে আমার হাসতে মানা
আসলে তা নয়
আমি ঈশ্বরের মত কেউ
দাঁড়িয়ে থাকলে আমার হাসি পায়না
শুধু যখন হাগতে বসি
তখন হাসি...

যে পৃথিবীতে খাই
সে পৃথিবীতেই হাগি
খেতে তো ভালো লাগেই
হাগতে ভালো লাগে তারও চেয়ে বেশি ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ