ও চোঁখের চাহনিতে হৃদয় হলো খুন,
তোমার নামে শুরু হলো আমার পুরোটা জীবন ।
একটি চোঁখের পলক যেন বলে শত কথা,
একেকটি কথা যেন আমার হৃৎ মাজারে বিনি সুতোয় গাঁথা ।
সহস্র দিন অথবা তাঁর ও অধিক পথ চেয়ে রই,
এই বুঝি এলে, হ্যাঁ, এই বুঝি এলে ওই !
অবশেষে পেয়েছি আজকে তোমায় এতো দিন পর,
ভালোবেসে তৈরি করো হৃদয়ে ছোট্ট একটি ঘর !
মায়াবী ঐ চোঁখ মায়াতে ভরা যেন সাগর সমতল,
ডুবে যাচ্ছি আমি ঐ সাগরে বলছে এই হৃদয় পাগল ।
সব কিছু আমার হাতে আছে, এই ধারণা ছিল ভুল !
সত্যি বলতে, তুমি ছিলে না তাই মনটা ছিল এতোটা পাগল ।
এতো এতো বায়না মনের তোমাকে দেখার পর,
শুরুতে ছিল ছোটখাটো এখন বিশাল থেকে বিশাল তড় ।
তোমার নামে সকাল শুরু তোমার নামে শেষ,
ইচড়ে পাকা মনটা আমার তোমার নামে নিঃশেষ ।
১৫/০৬/২০২১ইং
চাঁদপুর, বাংলাদেশ
0 মন্তব্যসমূহ