Subscribe

header ads

রিফুজিলতা রিফুজিলতা - অভিজিৎ দাস

রিফুজিলতা বেয়ে বেয়ে আমি কোথায় যাব?
কোথায় তোমার শেষ? আমি ক্লান্ত হতে হতে
ক্লান্ত হতে হতে যখন পড়ে যাব
পড়ে গিয়ে আটকাব তোমরই লতায়...

কোথায় পৌঁছাব আমি রিফুজিলতা বেয়ে?
আমিও কি রিফুজি হব?
তোমার ঘরের রিফুজি হব? তোমার বাড়ির রিফুজি?
তোমার শ্মশানের রিফুজি হব?

আমি কি চাই! কি পাই রিফুজিলতা বেয়ে!
তোমাকে পাইনা
নিজেকে পাইনা
রিফুজিলতা বেয়ে উঠলেই কি প্রমাণিত হয়
রিফুজিলতা আগাছা নয়?
নাকি প্রমাণিত হয় আগাছারাই
রিফুজিলতা বেয়ে ওঠে!

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ